Lighter

Bengali is the main language of Lighter facebook group. It is a CLOSED group. There are 134 participants in that group. So it is a Tiny group. 1492976854293313 is the identifier of this group with Facebook. 2015-01-19 15:05:04 is the closest date we have information about it.

★ গ্রুপের নীতিমালা ★

১. প্রথমত আমরা মানুষ, দ্বিতীয়ত বাংলাদেশী, তৃতীয়ত এ দেশ আমাদের মা- মায়ের তরে নিজেদের উজাড় করে দেব আমরা। এ ব্যতিত সকল পরিচয়কে গ্রুপের বাইরে রাখার অনুরোধ করা যাচ্ছে।

২. নিরপেক্ষ নয়, স্বাধীনতার পক্ষে থাকতে হবে। স্বাধীনতার বিপক্ষ শক্তির সমর্থকের এই গ্রুপে কেন, সত্যিকারার্থে বাংলাদেশে থাকারই অধিকার নেই। জিরো টলারেন্স টু দেম।

৩. কোন রাজনৈতিক দলের 'লেজুড়বৃত্তি' করা যাবে না। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার মানসিকতা ধারণ করতে হবে।

৪. কোন রাজনৈতিক দলকে নিয়ে আক্রমণাত্মক কিংবা উস্কানিমুলক পোস্ট দেওয়া যাবে না। সকল মেম্বারকে নিজেদের রাজনৈতিক মতামত ও পরিচয় ব্যক্তিপর্যায়ে রেখে দেয়ার জন্যে অনুরোধ করা হচ্ছে। গ্রুপে যেন তার ছাপ কোনভাবেই না পড়ে।

৫. কোন ধর্মকে নিয়ে কটূক্তি করা চলবে না। ধর্ম যেন বিবাদ এবং তর্কের অস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়- এ ব্যাপারে কঠিনভাবে সতর্ক করা যাচ্ছে।

৬. টিমওয়ার্ক আমাদের প্রধান শক্তি। গ্রুপের সকল সিদ্ধান্ত সম্মিলিত আলোচনার মাধ্যমেই গ্রহণ করা হবে এবং কাজগুলোও সবাই মিলেই করবো।

৭. বিভিন্ন সামাজিক ইস্যুতে কাজ করে যাব আমরা। পাশাপাশি চ্যারিটি ইস্যু নিয়েও সাধ্যমত কাজ করবো।

৮. আমাদের মাসিক চাঁদা ১০১ টাকা। সদস্য হতে চাইলে আপনাকে ওই নির্দিষ্ট মাসের চাঁদা+আইডি কার্ড বাবদ ১৫০ টাকা= অর্থাৎ, এককালীন মোট ২৫১ টাকা দিয়ে সদস্য হতে হবে। নির্দিষ্ট মাসের চাঁদা চলতি মাসের ১ থেকে ১০ তারিখের ভিতর প্রধান করতে হবে।

৯. অনলাইনের পাশাপাশি অফলাইনেও 'সাধ্যমত' একটিভ থাকার মানসিকতা থাকতে হবে।

১০. আমাদের বাংলাদেশ আমরাই গড়বো- এক আলোকিত বাংলাদেশ। এটিই আমাদের দৃঢ় প্রত্যয়।

## কোন পোস্টে প্রয়োজন হলে সাথে সাথে অ্যাডমিনদের ম্যানশন করবেন।

## কোন প্রয়োজনে আমাদের কল করতে পারেন- 01755974737, 01867064350

** আমাদের অফিসিয়াল পেজ- https://www.facebook.com/lighterfoundationbd