Cloud 15

Bengali is the main language of Cloud 15 facebook group. Having alot of group type in Facebook: close, open and secret and it is a CLOSED group. There are 491 participants in that group. So people rank it like a Small group. You can find this group by searching 269137249929739 on Google, Bing or Yahoo. Last update is on 2015-01-22 14:46:17.

ক্লাউড শব্দের অর্থ মেঘ... আর মেঘের সমষ্টিতে তৈরি হয় মেঘমালা।
তপ্ত ধরনীতে প্রশান্তিদায়ক, নীল আকাশের কালো মেঘমালার খেলাকে ভালোবেসে আমাদের গ্রুপটির নাম দেয়া হয় ক্লাউড ১৫ ।

কি এই ক্লাউড ১৫ ? কী এই ক্লাউড ১৫ এর কাজ ? এটা কি শুধু ফেসবুকের অনন্য গ্রুপের মত আড্ডা দেয়ার গ্রুপ?নাকি ফাউন্ডেশন ক্লাউড ১৫ সমাজ সেবা মুলক প্রতিষ্ঠানের অফিশিয়াল গ্রুপ ? । এমন অনেক হাজারো প্রশ্ন তৈরী হতে পারে আপনার মনে।
তাই আমাদের মেঘ ১৫ পরিবারের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি।

• প্রথমেই আসি ক্লাউড ১৫ কি ?
# ক্লাউড ১৫ হল একটি ব্যতিক্রমী ফেসবুক ভিত্তিক গ্রুপ যেখানে আড্ডা দেয়াটাই ছিল মুখ্য একটি কাজ । যেখানে একই মন মানসিকতার এবং স্বপ্নধারী তরূন -তরুনী সারাক্ষন আড্ডায় মেতে থাকতো ।মজা করাটাই ছিল মেঘ ১৫ পরিবারের মুল প্রতিপাদ্য। এখানে কেউ আড্ডা দিত তার নিজের গল্প কবিতা ছড়ার মাধ্যমে, আবার অনেকে আড্ডা জমাতো তার অসাধারন কমেন্টের মাধ্যমে ।

** এবার আসি ক্লাউড ১৫ এর কাজ কী ?
## যখন একই মন মানসিকতার অনেক গুলো মানুষ এক হয় সেখানে যে কোন ভালো কাজের জন্য সমস্যা হয় না । আড্ডা দিতে দিতে আমরা মনে করলাম সমাজের সুবিধা বঞ্ছিত মানুষদের জন্য কিছু করা যায় কিনা । যেই ভাবা সেই কাজ। যখন সবার কাছে প্রস্তাব রাখা হল আমরা সমাজের সুবিধা বঞ্ছিত মানুষের জন্য কিছু করতে চাই, মেঘ পরিবারের সকল সদস্য সেই প্রস্তাবে সম্মতি প্রদান করল। সেই থেকে মেঘ ১৫ পরিবারের সমাজ কল্যাণ মুলক কাজ করা এখন আমাদের মূল প্রতিপাদ্য। আনন্দের সহিত কাজ বলতে যা বোঝায় তার মাদ্যমেই আমরা সমাজের সুবিধা বঞ্ছিত মানুষদের সাহায্য করার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছি । যেখানে মেঘ পরিবারের প্রতিটি সদস্য প্রতি মাসে নির্দিস্ট পরিমানের কিছু চাঁদা প্রদান করে থাকে ।গ্রুপের প্রতিটি সদস্যই গ্রুপের ব্যাপারে আন্তরিক এবং সবাই নিজ আগ্রহেই সকল কার্যক্রমে অংশ নিয়ে হাকে।

ফাউন্ডেশন ক্লাউড-১৫ হল কিছু তরুন-তরুনীর অশায়ত্বহীন পৃথিবী গড়ার স্বপ্নের ভিত্তি।এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের পাশাপাশি সমাজের সক্লকে এগিয়ে আসার অনুরোধ করছি।