ANANDAM

Bengali is the main language of ANANDAM facebook group. Having alot of group type in Facebook: close, open and secret and it is a CLOSED group. There are 388 participants in that group. So people rank it like a Small group. You can find this group by searching 291971477677191 on Google, Bing or Yahoo. 2015-02-09 06:42:08 is the closest date we have information about it.

ANANDAM,বোন ফোঁটা সমিতির পরিবর্তিত নাম।ANANDAM had begun its activity on 2nd July 2014 by inroducing BON PHONTA ,












new cultural ritual in Bengal's History.On18th October 2014 ANANDAM has taken a shape of an organisation dedicated to uphold the cause of Women's dignity. এ কথা অনস্বীকার্য যে সর্বত্র নারীর ওপর নানাভাবে ক্রমাগত যে অত্যাচার বেড়েই চলেছে,তার বিরুদ্ধে সমস্ত শুভ বোধ -সম্পন্ন মানুষের প্রতিবাদটা আরও তীব্র না হলেই নয়! রিপু- তাড়িত নরপশুদের লোভ , লালসা , হিংসা , যৌন তাড়না যে কোন বয়সের মা, বোন , মেয়েকে প্রতি মুহূর্তে বিপর্যস্ত করে তুলছে ।কোথায় এর শেষ জানি না ! কিন্তু এই জ্বলন্ত সামাজিক অন্যায় , অনাচারের কাছে নতজানু হওয়ার গ্লানি , লজ্জার ভার বহন করতে রাজি নয় ANANDAM ।
অন্যদিকে ANANDAM এই বার্তাও সক্কলের কাছে পৌঁছে দিতে চায় যে " সুজন , তোমরা সবাই খুব আনন্দে থেকো। মন খারাপের কারন আর উপাদানের অন্ত নেই,কিন্তু তাকে জয় করতেই হবে " এটা পরীক্ষিত সত্য যে অর্থ দিয়ে "আনন্দ" কেনা যায় না। আনন্দ লুটে পুটে নিতে হয়। আনন্দের খোঁজ করতে হয়। আনন্দের নানা কিছু ছড়িয়ে আছে এখানে- ওখানে।ANANDAM সেই "আনন্দকে"সবার মধ্যেই ছড়িয়ে দিতে চায়।
নারীর সম্মান , মর্যাদা নিরাপত্তাকে রক্ষা করা আর আনন্দের ঝর্ণাধারায় সবাইকে স্নাত করার ব্রতে ANANDAM ব্রতী।আর একটা কথা , ANANDAM-এর এই ভাবনা বা উদ্যোগের সংগে সঙ্গতি রেখেই সমস্ত পোস্ট হওয়াটা বাঞ্ছনীয়।
ককাম্য ।