Tomar Amar Shopno Vabna - তোমার আমার স্বপ্ন ভাবনা

Bengali is the main language of Tomar Amar Shopno Vabna - তোমার আমার স্বপ্ন ভাবনা facebook group. It is a CLOSED group. Tomar Amar Shopno Vabna - তোমার আমার স্বপ্ন ভাবনা has 13,422 members. So it is a Huge group. 352499574834208 is the identifier of this group with Facebook. Last update is on 2015-02-06 16:15:07.

সাহিত্যে ভালো-লাগা মন্দ-লাগা হল শেষ কথা। বিজ্ঞানে সত্যমিথ্যার বিচারই শেষ বিচার। --রবীন্দ্রনাথ ঠাকুর
স্কুল জীবনে পাঠ্যসুচীর অন্তর্ভুক্ত সাহিত্য পাঠের মাধ্যমে সাহত্য জগতে আমার আগমন ।আস্তে আস্তে বিভিন্ন কবি সাহিত্যিকের লেখা পড়তে পড়তে আমার চোখের সামনে এক ভিন্ন জগতের দুয়ার খুলে গেল। আমি আনন্দের জোয়ারে ভেসে গেলাম। যতক্ষন আমি কোন চমতকার বইয়ে ডুবে থাকতাম এই পৃথিবীটাকে আমার অন্যরকম মনে হত ।কিন্তু বাস্তব বড্ড জটিল।আর এই কারনেই শুধুমাত্র
প্রাতিষ্ঠানিক
শিক্ষাজীবন শেষ করতে করতে সাহিত্য জগতের খুব কমই আমার জানা হয়েছে।আমি ভেবে দেখলাম আসলে আমি
কিছুই জানি না ।তাই এই পেজ এখন আমার স্বপ্ন ।আমি এই পেজের মাধ্যমে সাহিত্য জগতের সামান্য কিছুও যদি জানতে পারি আমার আক্ষেপ দূর হবে ।রবীন্দ্রনাথ বলেছেন ..মিথ্যা যদি মধুর রূপে
আসত কাছে চুপে চুপে
তাহা হলে কাহার হত ক্ষতি —
স্বপ্ন যদি ধরত সে মুরতি ?...............স্বপ্ন সবাই দেখে ...জেগে অথবা ঘুমিয়ে ।স্বপ্ন =Dream,স্বপ্ন=Aim........আমরা আমাদের স্বপ্ন ভাবনা এই পেজের মাধ্যমে শেয়ার করব ।সাধারণকেই অসাধারণ করে আবিষ্কার করে ভালোবাসা । শাস্ত্রে বলে , আপনাকে জানো । আনন্দে আপনাকেই জানি আর-একজন যখন প্রেমে জেনেছে আমার আপনকে ।
স্বপ্ন যদি ধরত সে মুরতি ?


ধন্যবাদ সবাইকে ............................................................