বৈষ্ণব সমাচার

Bengali is the main language of বৈষ্ণব সমাচার facebook group. It is a CLOSED group. বৈষ্ণব সমাচার has 345 members. So it is a Small group. You can find this group by searching 740138099401826 on Google, Bing or Yahoo. We last updated on 2015-02-24 10:19:32.

ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ , অনাদির আদি গোবিন্দ সর্ব কারণঃ কারণম ।

বিশেষ দ্রষ্টব্যঃ
যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে মনে প্রাণে তাঁকেই পরম আরাধ্য বলে পূজা করেন , কৃষ্ণপ্রীতিই যাদের একান্ত উদ্দেশ্য , বৈষ্ণবীয় গ্রন্থাবলী যেমন ,
শ্রীমদভগবদগীতা , অমল পুরাণ শ্রীমদভাগবত , শ্রীচৈতন্য ভাগবত ,শ্রীচৈতন্য চরিতামৃত ,
শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ ,
শ্রী শ্রী বিষ্ণুপুরাণ , শ্রী শ্রী পদ্মপুরাণ প্রভৃতি শাস্ত্রের প্রতি যারা অনুরক্ত ।
বৈষ্ণবদের সংবিধান রূপে খ্যাত শ্রীশ্রী হরিভক্তিবিলাস এর নিয়ম গুলো পালনের মাধ্যমে , গুরু বৈষ্ণব ও ভগবান এর সেবা দ্বারা পরম গন্তব্য গোলক বৃন্দাবনে ফিরে যেতে যারা আগ্রহী । গ্রুপটি একমাত্র এবং শুধুমাত্র
তাঁদের জন্য ।

কৃষ্ণদাস জানি হেন যে আনন্দ সিন্ধু , কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু ।

অদ্বৈতবাদ , দ্বৈতবাদ ঈশ্বর ভজনের জন্য সম্পূর্ণ
ভিন্ন দুটি পথ ।
তাই আমরা যেহেতু দ্বৈতবাদী , সরল ভাবে মহাপ্রভুর দেখানো পথ ধরে আমরা পরমধামে ফিরে যেতে আগ্রহী , সেহেতু কোন মায়াবাদী , অদ্বৈতবাদী , নিরাকার ব্রহ্মবাদীর কাছ থেকে আমাদের আরাধনা পদ্ধতির সনদ এর প্রয়োজন নাই ।
তবে হ্যা , আমরা সকলেই সনাতন ধর্মের একেকটি শাখায় অবস্থান করছি এবং মূল বৃক্ষটিকে সবল রাখতে আমরা সকলেই এক্যবদ্ধ ।

যে যে মতেই ঈশ্বরের আরাধনা করি না কেন , কোন সনাতনীর উপর অত্যাচার মানেই আমাদের উপর অত্যাচার এবং যে কোন মন্দিরে হামলা মানেই আমাদের ধর্মের অপমান । রুখে দাড়াবো একসাথে ।
ওঁ নমঃ ভগবতে বাসুদেবায় ।

সনাতনী সদাচার এবং ভগবদ ভক্তির বন্যায় প্লাবিত হোক সমগ্র সংসার ।