█▓▒░ :: আমাদের কুমিল্লা-আমাদের অহংকার,আমরা কুমিল্লার সন্তান। ::░▒▓█

█▓▒░ :: আমাদের কুমিল্লা-আমাদের অহংকার,আমরা কুমিল্লার সন্তান। ::░▒▓█ is a Bengali group. It is a CLOSED group. There are 7,346 participants in that group. So people rank it like a Large group. You can find this group by searching 686724064684063 on Google, Bing or Yahoo. 2015-02-06 13:49:12 is the closest date we have information about it.

এই গ্রুপটা আমরা কুমিল্লাবাসীদের মধ্যে পরস্পর সহযোগিতা এবং মত বিনিময়ের নিরীখে চালু করেছি ।
আমাদের উদ্দেশ্য একটাই। কুমিল্লা জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-কালচার, পরিবেশগত দিক, প্রাকৃতিক বিষয়াদি সম্পর্কে সকলকে সচেতন করা ।
গ্রুপে যৌক্তিক এবং সবার কাজে আসবে এ ধরণের পোষ্ট করুন ।
গ্রুপের ভাল পোষ্টগুলো শেয়ার করুন ।
আপনাদের ফ্রেন্ডলিষ্টে থাকা সকল বন্ধুকে এই গ্রুপে ইনভাইট করুন।
গ্রুপের সদস্য-সংখা এ যাবত ৩৩০০+ পেড়িয়ে গেছে ।
আমরা অত্যন্ত আনন্দিত।

নিচে গ্রুপের কিছু নিয়মাবলি দেওয়া হলোঃ

(১) গ্রুপে কোন অশ্লীল বিষয় পোস্ট দেয়া যাবেনা।
(২) অন্য গ্রুপ/পেইজ বা কোন বানিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা যাবেনা।
(৩) অনলাইনের বিতর্ক অনলাইনে সীমাবদ্ধ রাখতে হবে। সেটা ব্যক্তিগত পর্যায়ে চলে গেলে গ্রুপ-মেম্বার বা এডমিন দায়ী থাকবেনা।
(৪) কম-বেশী সকলেই এখানে একটিভ থাকতে হবে। কেউ যদি দীর্ঘ সময় ইনেক্টিভ থাকে তাকে গ্রুপ থেকে ব্যান করা হবে।
(৫) কারো পোস্ট পছন্দ না হলে এড়িয়ে চলতে হবে । অযথা গালাগালি করা যাবেনা ।
(৬) যার যার এলাকার সাম্প্রতিক অবস্থা এবং সমস্যা গ্রুপে আলোচনা করা যাবে । আলোচনা করলেএকটা সমাধান বেরিয়ে আসতে পারে ।
(৭) গ্রুপে কুমিল্লা জেলা সংশ্লিষ্ট পোস্ট ব্যতিত সকল ধরনের পোস্টকে আমরা নিরুৎসাহিত করি। (বিশেষ করে ছবি এবং ভিডিও, এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।)
(৮) বিতর্কিত কোন পোষ্ট দেয়া হলে এডমিন প্যানেল তা রিমুভ করে দিবেন ।

কুমিল্লা জেলা সংশ্লিষ্ট পোস্ট ছাড়া আর কি-কি থাকতে পারে:

•যদি কোন গুরুত্বপূর্ণ পোস্ট যা সকলের সাথে শেয়ার করা একান্ত প্রয়োজন বলে মনে হয় সে ধরনের পোস্ট রাখা যেতে পারে।
যেমন; জ্ঞানমুলক, শিক্ষামুলক, বিনোদনমুলক, স্বাস্থ্য বিষয়ক ইত্যাদি তথ্যনির্ভর পোস্ট।

•জাতীয় রাজনীতি সম্পর্কিত পোস্ট দেওয়া যেতে পারে । ভিন্ন মতামত থাকবে কিন্তু কোন গালাগাল মূলক পোষ্ট দেয়া যাবে না ।
•গল্প /কবিতা পোস্ট করা যেতে পারে। তবে তা অবশ্যই মৌলিক হতে হবে।

এই গ্রুপের সাথে প্রশাসনিক অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গের কোন সম্পর্ক নাই।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ।
আশা করছি এই গ্রুপের মাধ্যমে আমরা সবাই যার যার এলাকার সমস্যাগুলো তুলে ধরে পোস্ট দিব ।
ধন্যবাদ।