is a N/A group. It is a CLOSED group. There are 3,850 participants in that group. So it is a Medium group. You can find this group by searching 559794354150806 on Google, Bing or Yahoo. 2015-03-01 07:00:38 is the closest date we have information about it.

>যারা ঢাবিতে ২০১৪-১৫ সালে admission হইছে তাদের জন্য এই গ্রুপ ।

>এখানে ঢাবির ২০১৪-১৫ ব্যাচের সব Faculty and dept এর ছাত্রছাত্রীরা যে কোনো প্রয়োজনে পোস্ট করতে পারবে।

>এখানে সবাই ঢাবিয়ান।সো কাউকে ছোট করে দেখার কোনো লজিক নেই।তাই বন্ধু হিসেবে সবাইকে একচোখে দেখাটাই বেটার।আমাদের একথাটা মাথায় রাখতে হবে।যে বন্ধুটি প্রথম হয়েছে ভর্তি পরীক্ষায় আর যে লাস্ট হয়েছে।এখানে সবাই সমান।।

>যদি কোনো কারনে ঢাবি ছাড়া কোনো আগাছা এখানে ঢুকে পড়ে,দয়া করে সবাই নিজ দায়িত্বে ওকে প্রতিহত করতে হবে।কারণ ও আমাদের ক্ষতি করার জন্য থাকবে সক্রিয়।দেখা মাত্রই এডমিন প্যানেলের কাউকে জানিয়ে দেবে।যদি কেউ ঢাবি ছাড়া থাকে।

>আমরা সবাই যথেষ্ট মেচিওড।সো সিম্পল কোনো কথার কেউ মাইন্ড করবা না।রাগ করাটা স্বাভাবিক বাট মাইন্ড করাটা গেয়ো পোলাপানের গেয়োমি স্বভাব।মাথায় রাখতে হবে।মেয়েদের ক্ষেত্রে সেটা বেশী হয়।তাই তোমাদের সচেতন হতে হবে।

>এখানে সবার পোস্টেই সবাই কমেন্ট করবা আশা করি।অনেক পোস্টেইতো অনেক কমেন্ট কর।বাট এখানে যে কমেন্টটা করবা সেটা তোমার জন্যেই ভাল হবে।পরিচিতি লাভ করবে সবার সাথে।নিয়মিত যে কোন প্রয়োজনে পোস্ট করবা।এটাতে কোনো বাইন্ডিং নেই।

>আমাদের গ্রুপের মুল থিমটা হল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।যদি তাই হয় তাইলে কারো পোস্ট এড়িয়ে যাবে না।কমেন্ট করে কথাটার মর্যাদি রক্ষা করবে আশা করি।একটা বন্ধু তোমায় অনেক উপকার করতে পারে যদি সে প্রকৃত হয়।দীর্ঘদিন এখানে থাকব।আশা করি সবাই এক থাকব।
আর মনে রাখা দরকার আমরা আমরাই।।।।

এডমিন প্যানেল____ B-)
১।জুবায়ের আহমেদ--কলা অনুষদ থেকে।
২। রিদওয়ান আহমেদ নয়ন-- ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে।
৩। ফারহান সাদিক-- বিঙান অনুষদ থেকে।

প্রয়োজনে আর এডমিন বাড়ানো হবে।___ B-)
"পরিচয় হবে এই গ্রুপে
দেখা হবে ক্যম্পাসে
আর আড্ডা হবে টিএসসিতে।।।"

সব বন্ধুদের জন্য শুভকামনা রইল